পটুয়াখালী

ডালক্ষেতে বিষ প্রয়োগে কবুতরসহ পাঁচ শতাধিক পাখির মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৪ মার্চ ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় ডালক্ষেতে বিষ প্রয়োগে কবুতরসহ পাঁচ শতাধিক পাখির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় অ্যানিমেল লাভার্স অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কবুতরসহ পাঁচ শতাধিক পাখির মৃত্যুর সত্যতা পেয়েছি। বন বিভাগকে খবর দিয়ে স্থানীয় কৃষকদের সচেতন করেছি। আশা করছি তারা ক্ষেতে বিষ প্রয়োগের ক্ষেত্রে সচেতন হবে।

ডালক্ষেতে বিষ প্রয়োগে কবুতরসহ পাঁচ শতাধিক পাখির মৃত্যু

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম হাজিপুর গ্রামের ক্ষেতে বিষ প্রয়োগ করেন কৃষক মেহেদী শেখ। এরপর বেশকিছু কবুতর মারা গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে অ্যানিমেল লাভার্স অফ কলাপাড়ার সদস্য ও বন বিভাগের সদস্যরা।

ভুক্তভোগী মেসকাত মিয়া জানান, আমি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অনার্সে পড়ি। পাশাপাশি বেশকিছু কবুতর পালন করি। শনিবার সকালে ৪২টা কবুতর আমার খামার থেকে ছেড়ে দেই। দুপুর ১২টার দিকে বাড়ি এসে দেখি ২২টা কবুতর মারা গেছে। আমার বাড়ির পেছনে ডাল চাষ করেছেন মেহদী শেখ। তিনি ক্ষেতে ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছেন। তার ক্ষেত থেকে কবুতর বাড়িতে আসার পরই মৃত্যু হয়।

ডালক্ষেতে বিষ প্রয়োগে কবুতরসহ পাঁচ শতাধিক পাখির মৃত্যু

পাশের এলাকার অপর কবুতর খামারি ইব্রাহিম শিকার জানান, আমার খামারের ১০টি কবুতর মারা গেছে। মারা যাওয়া অনেক কবুতরের ছোট ছোট বাচ্চা রয়েছে। এখন এ বাচ্চা কবুতরের অবস্থাও কাহিল। আমি অনেক লোকসানে পরে গেলাম।

কলাপাড়া বন বিভাগের সদস্য কামরুল আলম জানান, ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়েছি। ডালক্ষেতে বিষ প্রয়োগের ফলে এসব পাখির মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।