ফুলবাড়ীতে খাবারের খোঁজে লোকালয়ে হনুমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৫ মার্চ ২০২৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি হনুমান। রোববার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ফকিরপাড়া এলাকার গাছের ডালে ঘুরতে দেখা গেছে হনুমানটি। এদিকে লোকালয়ে বন্যপ্রাণী আসার খবর ছড়িয়ে পড়লে হনুমানটি এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করছে।

ফুলবাড়ীতে খাবারের খোঁজে লোকালয়ে হনুমান

স্থানীয়রা জানান, ওই এলাকার আব্দুস সালাম খন্দকারের বাড়ির পাশের একটি মেহগনি গাছের মগডালে হনুমানটি বসে থাকতে দেখা যায়। ডালে হনুমানটি বসে থাকতে দেখে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ছুটে আসতে থাকেন।

বিশাদ মিয়া নামের একজন জানান, ফুলবাড়ীয় কোনো বনাঞ্চল নেই। তবে ভারতীয় সীমান্ত নিকটবর্তী। হনুমানটি হয়তো দলছুট হয়ে কিংবা খাবারের খোঁজে সীমান্ত পেরিয়ে এ এলাকায় চলে এসেছে।

ফুলবাড়ীতে খাবারের খোঁজে লোকালয়ে হনুমান

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর উদ্দিন বলেন, একটি হনুমান লোকালয়ে ঘুরে বেড়ানোর খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে হনুমানটি দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।