নড়াইলে হারিয়ে যাওয়া ২০ মোবাইল ফিরে পেলেন মালিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৫ মার্চ ২০২৪

নড়াইলে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ২০ টি স্মার্ট ফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিকরা।

সোমবার (২৫ মার্চ) দুপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধারকৃত ফোনগুলি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত উপপরিদর্শক এসআই আলী হোসেন এবং ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় মার্চ মাসে ২০টি হারানো মোবাইল উদ্ধার করা হয়।

নড়াইলে হারিয়ে যাওয়া ২০ মোবাইল ফিরে পেলেন মালিকরা

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছে। তারা তাদের মোবাইল হারানোর পর নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করেন। এরপর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নড়াইলে হারিয়ে যাওয়া ২০ মোবাইল ফিরে পেলেন মালিকরা

এসময় তারেক আল মেহেদী, পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত। আপনার মোবাইল কিংবা যেকোনো কিছু হারানোর সঙ্গে সঙ্গে প্রতিকার পেতে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিআইসির ইনচার্জ শাহ্ দারা খানসহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা।

হাফিজুল নিলু/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।