কক্সবাজারে পথশিশু-হকারদের ঈদ উপহার দিলো সায়মন বিচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৪

প্রতি বছরের মতো এবারও পথশিশু, হকার, সার্ফার ও সৈকতের পরিছন্নতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে তারকা হোটেল সায়মন বিচ রিসোর্ট। এসব মানুষের মাঝে তারা তুলে দিয়েছে ঈদ উপহার।

সোমবার (২৫ মার্চ) বিকেলে সায়মন বিচ রিসোর্টের সামনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহারের ছিল চাল, ডাল, চিনি, সেমাই, আটা, লবণ, সয়াবিন তেল, মুড়ি, চিড়া, আলু, পেঁয়াজ, রসুন, আদা ও দুধ। আড়াই শতাধিক মানুষের মাঝে এসব উপহার তুলেদেন সায়মন বিচ রিসোর্টের পরিচালক মো. সাবেদ উর রহমান।

উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি জেলার সব পেশার সুধীজনদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়। শহরের বাহারছরায় পুরোনো সায়মনের স্থানে নতুন রূপে যাত্রা করা সায়মন হেরিটেজে সব শ্রেণিপেশার মানুষের মিলন ঘটে ইফতারে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সদর আসনের এমপি সাইমুম সরোয়ার কমল, 'য়মন বিচ রিসোর্ট ও সায়মন হ্যারিটেজের ক্লাস্টার জেনারেল ম্যানেজার পুবুদু ফারনান্দো, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালসহ অন্যান্যরা।

সায়ীদ আলমগীর/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।