ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বৃদ্ধের
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আলতাফ মোল্লা নামের (৬৪) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাতে ডিস লাইনের তার ঠিক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ মোল্লা কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু আব্দুল জলিল মোল্লার ছেলে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা জানান, আলতাফ মোল্লা আমার চাচাতো ভাই। তিনি একটি পুকুরে মাছের চাষ করছেন। সেখানে একটি টিনের ছাপড়া উঠিয়ে দিনে-রাতে মাছের পাহারা দেন। ওই ঘরের ওপর দিয়ে স্থানীয় মজিবর মুন্সী নামের এক ডিস ব্যবসায়ীর লাইনের তার নিয়েছেন। সেই তার ওই ব্যবসায়ী আলতাফকে অন্যত্র সরানোর জন্য অনুরোধ করেন। তার অনুরোধে আলতাফ ওই তার সরাতে গেলে তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন আল রশিদ জাগো নিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি জানা নেই। থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এনআইবি/জিকেএস