এক দোকান থেকে সাড়ে তিনশ মোবাইলফোন চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৯ মার্চ ২০২৪

লক্ষ্মীপুরে মোল্লা টেলিকম নামের একটি দোকানের শার্টারের তালা ভেঙে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫২টি মোবাইলফোন চুরি করে নিয়ে গেছে চোর।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ফোনগুলোর মূল্য ৫৪ লাখ ২৫ হাজার টাকার মতো বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে চন্দ্রগঞ্জ বাজারের নিউমার্কেটে এ ঘটনা ঘটে।

এক দোকান থেকে সাড়ে তিনশো মোবাইলফোন চুরি

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রায়হানের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল বিক্রি করা হয়। ওই দোকানে রেডমি, রিয়েলমি, বিভো, অপ্পো, শাওমি, অনর, ইনফিনিক্স ও সিম্ফনিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে চোর মোল্লা টেলিকমে চুরি করে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন মাথায় ক্যাপ পরা। অন্যজন ছিলেন খালি মাথায়। তারা দুজনই তরুণ বয়সের।

এক দোকান থেকে সাড়ে তিনশো মোবাইলফোন চুরি

ভুক্তভোগী রায়হান উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছি। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি মোবাইলফোনগুলো নেই। নগদ দুই লাখ টাকাসহ আমার ৫৪ লাখ ২৫ হাজার টাকার মোবাইল চুরি হয়েছে।’

চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ভুক্তভোগী এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।