ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার দুই যুবক
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও নগদ অর্থসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে শহরের ফুড অফিস মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুড অফিস পাঠানপাড়া মহল্লার মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান ওরফে হাসান (৩০) ও খরমান আলীর ছেলে আরফান ওরফে ছোটন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশষ জানায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার স্বরূপনগরে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রায়হান আলী। পথে দুর্বত্তরা তাকে মারধর করে ৪২ হাজার টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। পরে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোহান মাহমুদ/এসআর/এমএস