দেবর স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যাকাণ্ডে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ৩০ মার্চ ২০২৪

ঝালকাঠির নলছিটির আলোচিত সেচ্ছাসেবক লীগ নেতা কাজী জিয়াউল আহসান ফুয়াদ হত্যা মামলায় ৮নং সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আকতার ওরফে জেসমিন কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) গভীর রাতে ইউনিয়নের চৌদ্দবুড়িয়া কাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে খুন হন নলছিটি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জিয়াউল আহসান ফুয়াদ।

ঝালকাঠি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য চেয়ারম্যানকে গ্রেফতারে অংশ নেন। চেয়ারম্যান জেসমিন কাজী নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ওবায়েদ কাজীর স্ত্রী। ওবায়েদ কাজী ওই ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর জেসমিন কাজী দুই দফা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইউনিয়নের রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে ওবায়েদ কাজীর মৃত্যুর পর পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। এসই দ্বন্দ্বে গত ৭ জানুয়ারি খুন হন ফুয়াদ কাজী।

ফুয়াদ কাজী প্রয়াত ওবায়েদ কাজীর ছোট ভাই ও জেসমিন কাজীর দেবর।

আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।