রাস্তা পারাপারের সময় শ্রমিকের মৃত্যু, মহাসড়কে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১ এএম, ৩০ মার্চ ২০২৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে অপর শ্রমিকদের দাবি, নিহত শ্রমিক পোশাক কারখানায় কাজ করে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

টংগী পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।