৩৫২ মোবাইল চুরির ঘটনায় ৬ সন্দেহভাজন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ৩০ মার্চ ২০২৪

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের একটি দোকান থেকে ৩৫২ টি মোবাইলফোন চুরির ঘটনায় নৈশ প্রহরীসহ ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে তাদেরকে জেলা আদালতে পাঠানো হেলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার (২৯ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন রামকৃষ্ণপুর গ্রামের আকাশ প্রকাশ খান মাহমুদ আকাশ, বড় ভল্লবপুর গ্রামের মোতালেব হোসেন সবুজ, রতনেরখিল গ্রামের বাহার, দেওপাড়া গ্রামের সৌরভ হোসেন স্বাধীন, একই গ্রামের শাহাদাত হোসেন বাবু প্রকাশ হরিংগা ও বেগমগঞ্জের ধীতপুর গ্রামের দুলাল।

৩৫২ মোবাইল চুরির ঘটনায় ৬ সন্দেহভাজন কারাগারে

মামলা সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে মোল্লা টেলিকমের শার্টারের তালা ভেঙে ৫৪ লাখ ২৫ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের ৩৫২টি মোবাইল ফোন চুরি করে এক দল চোর। শুক্রবার রাতে ভূক্তভোগী ব্যবসায়ী রায়হান উদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।

ভূক্তভোগী রায়হান উদ্দিন বলেন, দোকানে থাকা রেডমি, রিয়েলমি, বিভো, অপ্পো, শাওমি, অনর, ইনফিনিক্স ও সিম্পোনিসহ বিভিন্ন ব্র্যান্ডের ৩৫২ টি মোবাইল ফোন চুরি হয়। এছাড়া নগদ দুই লাখ টাকাও ছিল। ওই টাকাসহ ৫৪ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সাংবাদিকদের জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো প্রকৃত চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ছয় চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কাজল কায়েস/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।