বাঁধাকপি পিস ৫ টাকা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩১ মার্চ ২০২৪

দিনাজপুরের বিরামপুরে মৌসুমের শেষ ভাগে পাঁচ টাকায় মিলছে বাঁধাকপি। এতে লোকসান গুনছেন কৃষকরা। তবে দাম কম হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার দেশমা হাট এলাকায় রাস্তার পাশে স্তূপ করে পাঁচ টাকা পিস বাঁধাকপি বিক্রি করতে দেখা গেছে।

ওই বিক্রেতার নাম আনোয়ার হোসেন। তিনি বিরামপুর পৌরশহরের হাবিবপুর এলাকার বাসিন্দা।

আনোয়ার হোসেন জানান, দাম বেশি পাওয়ার আশায় মৌসুমের শেষ ভাগে প্রায় এক বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেন তিনি। কিন্তু এখন সেই বাঁধাকপি তার গলার কাঁটা হয়েছে। বাজারে নামমাত্র মূল্যে তাকে এ সবজি বিক্রি করতে হচ্ছে। কখনো পাঁচ টাকায় আবার কখনো ৬-৭ টাকায় বিক্রি করছেন। এতে তার ১০-২০ হাজার টাকা লোকসান হবে বলে জানান আনোয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার উপজেলায় এক হাজার ২৮০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এরমধ্যে ৩ দশমিক ২৮ হেক্টর জমিতে ফুলকপি এবং ৪ দশমিক ১৮ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে।

আব্দুর রহিম নামের এক ক্রেতা বলেন, ‘পাঁচ টাকা দরে ২০ টাকায় চারটি বাঁধাকপি কিনলাম। বর্তমান বাজারে এর চেয়ে কম দামে পণ্য পাওয়া কঠিন। সব সবজির দাম যদি এমন হতো তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো।’

আসলাম নামের এক কৃষক বলেন, ‘বাজারে আসলে সবজির যে দাম তাতে করে আমাদের চলা দায় হয়ে পড়েছে। ৫০০ টাকা নিয়ে আসলে ব্যাগ ভরেই না।তারপরও আমাদের কষ্ট করে চলতে হয়।’

বিরামপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমাদের এ এলাকায় চাহিদার চেয়ে বেশি সবজি আবাদ হয়। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

মাহাবুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।