নিজের তৈরি বাজিতে আঙুল বিচ্ছিন্ন কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ৩১ মার্চ ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের তৈরি করা বাজি ফুটিয়ে আনন্দ করতে গিয়ে এক কিশোরের (১৪) দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বারইখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে তৈরি করা বাজি ফোটাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর।

গুরুতর জখম অবস্থায় ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হয়। ওই কিশোর উপজেলার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তনুশ্রী ডাকুয়া বলেন, বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, বিষয়টি কেউ জানাননি। তবে স্থানীয়ভাবে বাজি তৈরি ও এর ব্যবহার অবৈধ ও বিপজ্জনক।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।