বরই খাওয়ার পর অসুস্থ

রাজশাহীর দুই বোনের মৃত্যুর কারণ জানালো আইইডিসিআর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ৩১ মার্চ ২০২৪

রাজশাহীতে বরই খাওয়ার পর অসুস্থ হয়ে দুই বোনের মৃত্যুর রোগের কারণ হিসেবে ‘মেনুভো ককটাল মেনুজেটিস’ রোগকে ধারণা করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার (৩১ মার্চ) দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বরই খেয়ে গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুনতাহা মারিশা (২) ও ১৭ ফেব্রুয়ারি মুফতাউল মাশিয়া (৫) নামের দুটি শিশু মারা যায়। এর কারণ জানতে আমরা সেখানে যায় ও কিছু নমুনা সংগ্রহ করি। এরপর আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সাসপেক্ট হিসেবে মেনুভো ককটাল মেনুজেটিস রোগে মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।’

আইইডিসিআর পরিচালক আরও বলেন, ‘আমরা বিভিন্ন বিশেষজ্ঞ নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছিলাম। তাদের সিদ্ধান্ত মোতাবেক মেনুভো ককটাল মেনুজেটিস রোগে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে যেহেতু শিশু দুইটি মারা গেছে, আমাদের এর বেশি আর কিছু বের করা সম্ভব নয়। তাই ধরেই নিতে হবে মেনুভো ককটাল মেনুজেটিস রোগেই তাদের মৃত্যু হতে পারে।’

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।