দুই শতাধিক অসহায়কে ঈদ সহায়তা দিলো ট্রাই ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০২ এপ্রিল ২০২৪

ঈদের খুশি ভাগাভাগি করে নিতে কুড়িগ্রামে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-আসাদ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ- মুর্শেদ, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, বিপ্লব তরফদার, সাংবাদিক ইউসুফ আলমগীর প্রমুখ।

দুই শতাধিক অসহায়কে ঈদ সহায়তা দিলো ট্রাই ফাউন্ডেশন

আয়োজকরা জানান, ঈদ সহায়তা হিসেবে কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন বস্তি ও চরাঞ্চলের দুই শতাধিক পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ, এক প্যাকেট লাচ্ছা সেমাই, এক কেজি চিনি ও এক প্যাকেট গুড়ো দুধ বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জাগো নিউজকে বলেন, ট্রাই ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এ ফাউন্ডেশন শীত, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঈদের সময় দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। সরকারের পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। সকলেই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারবে।

ফজলুল ফরাজী/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।