নড়াইলে ২৪০০ প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

নড়াইলে দুই হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সদর উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিজন কৃষককে পাঁচ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে।

সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কৃষক শফিকুর রহমান বলেন, এ সময়ে সার-বীজ পেয়ে আমাদের উপকার হয়েছে। বাজারে স্যারের মূল্য বেশি ও ভালো মানের বীজ পাওয়া যায় না। আমরা চাই সরকার এভাবে আমাদের পাশে থাকুক।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুসহ কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় নিজামুদ্দিন খান নিলু বলেন, সরকার কৃষকদের পাশে থেকে প্রতি বছর সার বীজ দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজ কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হলো।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।