লক্ষ্মীপুর কারাগারে দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৫ এপ্রিল ২০২৪

লক্ষ্মীপুর জেলা কারাগারে ছেলে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেলায়েত হোসেন ভূঁইয়ার (৭২) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জেলার সর্বোত্তম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বেলায়েত রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে। ছেলেকে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর আদালত তাকে ১০ বছরের সাজা দেন।

কারাগারের চিকিৎসক পরান বড়ুয়া বলেন, বেলায়েত হোসেনের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল বলেন, আমরা বেলায়েতকে মৃত অবস্থায় পেয়েছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। কি কারণ মারা গেছে তা বলতে পারছি না। মরদেহ মর্গে আছে।

লক্ষ্মীপুর কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। আজ বেশি অসুস্থ হলে রাত সাড়ে ১০ টার দিকে সদর হাসপাতালে পাঠানো হয়। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে আনা হয়।

কাজল কায়েস/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।