কুষ্টিয়ায় আ.লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৭ এপ্রিল ২০১৬

কুষ্টিয়ায় সড়ক ও জনপথের জায়গায় নির্মাণাধীন আওয়ামী লীগ নেতার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় নির্মাণাধীন ওই স্থাপনা ভেঙে ফেলা হয়।

এর আগে শনিবার দুপুরে কুষ্টিয়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দারসহ অফিসের স্টাফরা ঘটানস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে বললে তাদের মারপিট করেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন মালিথা ও তার কর্মীরা। এ ঘটনার পর প্রশাসনের টনক নড়ে। পরে রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা বেগমের নেতৃত্বে বিপুল পরিমাণ র্যাব, পুলিশ বুলড্রোজার দিয়ে ওই অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন। আলতাফ হোসেন মালিথা এর আগেও সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা বেগম জানান, সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে নির্মাণাধীন ওই স্থাপনা ভেঙে ফেলা হয়।

আল-মামুন সাগর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।