বান্ধবী নিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৬ এপ্রিল ২০২৪

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের বেজপাড়ায় এমএসটিপি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও এক কলেজছাত্রী।

নিহত তানভীর হোসেন (১৯) যশোর সরকারি এমএম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও কারবালা পুকুরপাড় এলাকার এসএম বকুলের ছেলে। আহত মালিহা আক্তার (১৮) ডা. আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা আমিনুর রহমানের মেয়ে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেজপাড়া এলাকা থেকে তানভীর মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালিয়ে শহরের দিকে আসছিলেন। হঠাৎ করে স্পিডব্রেকার দেখে গতি কমানোর চেষ্টা করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে দেওয়ালে ধাক্কা খায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক তানভীর ঘটনাস্থলে মারা যান। আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু মালিহা। আহত মালিহাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তানভীরের ফুফাতো বোন অন্তু জানান, ঘটনার সময় তারভীর ও মালিহা বেজপাড়া থেকে মোটরসাইকেলে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার দিকে আসছিলেন। পথিমধ্যে এমএসটিপি স্কুলের কাছে পৌঁছালে তারা দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় মালিহাকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠান।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই লিটন জানান, এমএসটিপি স্কুলের দক্ষিণ গেটের পাশে এই দুর্ঘটনা ঘটেছে। এতে কলেজছাত্র তানভীর নিহত ও ছাত্রী মালিহা আহত হয়েছেন।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।