বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৬ এপ্রিল ২০২৪

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী দৌলতপুর গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক কারবারি আব্দুল করিমকে (৫৬) গ্রেফতার করেছে র‌্যাব ।

শুক্রবার (৫ এপ্রিল) ভোরে দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল করিম যশোরের ঝিকরগাছা থানার শংকরপুর গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে।

র‌্যাব জানায়, আব্দুল করিম ২০১০ সালের ২২ জুন বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ঝালকাঠি সদর থানা এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে ঝালকাঠি মাদক আইনে মামলা করা হয়। প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে এসে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আসামি আব্দুল করিমের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘ ছয় বছর পর গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামি আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ঝিকরগাছা হতে বেনাপোলের দৌলতপুর এলাকায় নিজেকে আত্মগোপন রেখেছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটিসহ মোট দুটি মামলা বিচারাধীন। তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।