খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়ম, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৪

মাদারীপুরের শিবচরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে মহিউদ্দিন আহম্মেদ নামের এক ডিলারের লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, সন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে হতদরিদ্রদের জন্য নায্যমূল্যের চাল বিতরণ না করেই দোকানে রাখেন। পরে খুচরায় বেশি দামে বিক্রি করছেন এমন অভিযোগে ডিলার মহিউদ্দিন আহম্মেদকে আটক করে পুলিশ। পরে সেখানে যান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন। এসময় বস্তা পরিবর্তন করে চার বস্তা চাল অন্য দোকানে বিক্রি এবং আরও সাত বস্তা বিক্রির জন্য সরিয়ে রাখার সত্যতা মেলে। পরে ব্যবসায়ী দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন। এসময় জব্দ করা হয় মোট ১১ বস্তা সরকারি চাল।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, অনিয়ম করে সরকারি চাল মজুত করায় ডিলারকে প্রথমে আটক করা হয়। পরে দোষ স্বীকার করলে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।