চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে নদীতে গোলস করতে নেমে শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে এক ও ভোলাহাটের গোহালবাড়িতে দুই শিশুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ও ভোলাহাট থানার সুমন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কামারপাড়ার রূপ কুমারের মেয়ে প্রিয়াঙ্কা (১১) ও ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের রাধানগর কলোনির সুবোধ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১১) ও আব্দুল কাদিরের ছেলে জিহাদ (১১)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, ধর্মীয় উৎসব পালনে পাগলা নদীর তর্ত্তিপুর শ্মসান ঘাটে পরিবারের সঙ্গে গোসল করতে নামে শিশু প্রিয়াঙ্কা। সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায় সে। খোঁজাখুজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ভোলাহাট থানার (ওসি) সুমন কুমার বলেন, দুপুর বেলায় মহানন্দা নদীর গুজুর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় আজিজুল ও তার সহপাঠী জিহাদ (১১)। পরে ফায়ার সার্ভিসের দল নদীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোহান মাহমুদ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।