ঈদে বাড়ি ফেরার পথে পিকআপ উল্টে পোশাক শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৮ এপ্রিল ২০২৪

ঈদে কর্মস্থল ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যান উল্টে রেহানা খাতুন নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

রোববার (৭ এপ্রিল) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে লালমনিরহাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন নারী, শিশুসহ অন্তত ১৫ জন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যান উল্টে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়।

এম এ মালেক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।