বিকেলে ছুটি শিল্প কারখানা

যানবাহন ও যাত্রী চাপ বাড়ছে গাজীপুরের দুই মহাসড়কে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

ঈদ উল ফিতরের বাকি আর মাত্র তিন দিন। ঘরমুখো মানুষ এরইমধ্যে যাত্রা শুরু করেছে গ্রামের পথে। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ বেড়েছে। একইসঙ্গে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় বেড়েছে কয়েকগুণ। বাসে উঠতে না পেরে অনেককেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজট পরিস্থিতি তৈরি হয়নি। দুপুরের পর থেকে পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হলে স্টেশনে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে।

মহাসড়কে যানজট নিরসনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করছেন, গাজীপুরসহ বিভিন্ন এলাকার শিল্প কারখানা দুপুরের পর থেকে ছুটি হলে বিকেলে এই চাপ আরও বাড়তে পারে।

গাজীপুর ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ জানায়, শিল্পঅধ্যুষিত গাজীপুর জেলায় ছোটবড় প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। ঈদের তিন দিন বাকি থাকলেও রোববার পর্যন্ত কোনো কারখানা ছুটি হয়নি। অধিকাংশ কারখানায় আজ দুপুরের পর থেকে ছুটি ঘোষণা করা হচ্ছে। একসঙ্গে লাখো মানুষ ছুটি পেয়ে বাড়িতে যাত্রা শুরু করবে, ফলে মহাসড়কে দুপুরের পর থেকে চাপ বাড়বে। এতে যানজটের সম্ভাবনা রয়েছে। গাজীপুর ছাড়াও নারায়ণগঞ্জ, গাবতলী, আশুলিয়া, বাইপাইল, সাভার ও নবীনগর এলাকা থেকে আসা বাসগুলো চন্দ্রা এলাকা পার হয়ে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করে। ফলে প্রতিবছর ঈদযাত্রায় চন্দ্রায় ভোগান্তি হয়৷

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আব্দুল্লাহ্পুর, টঙ্গী বাজার, স্টেশন রোড, কলেজ গেইট, গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা, সালনা, পোড়াবাড়ি, রাজেন্দ্রপুর চৌরাস্তা, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘেরবাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড, মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর ও জৈনাবাজার স্যান্ডগুলোতে অন্যসময় থাকে যানজট ও যাত্রীর চাপ। সোমবার এসকল স্থানে তেমন যানজট ও ভোগান্তি ছিল না৷ তবে পরিবহন ও কারখানা সূত্র বলছে, সব প্রতিষ্ঠান ছুটি হলে দুপুরের পর থেকে সড়কে ভোগান্তি হবে।

গাজীপুর মহানগরীর স্টারলিংক কারখানার শ্রমিক আবুল কালাম। পরিবারের ছয় সদস্য নিয়ে দাঁড়িয়ে আছেন চন্দনা চৌরাস্তায় এলাকায়।

যানবাহন ও যাত্রী চাপ বাড়ছে গাজীপুরের দুই মহাসড়কে

তিনি বলেন, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর এলাকায়। সকাল ৬টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি কিন্তু বাস পাচ্ছি না। কখন গাড়ি পাবো তাও জানি না। দুই একটা বাস পেয়েছি কিন্তু তারা সবাই ভাড়া বেশি চাচ্ছে।

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩ দিনের বিশেষ ট্রেন

ঈদ উপলক্ষে গার্মেন্টসে কর্মরত ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭, ৮ ও ৯ এপ্রিল ৩ দিনে মোট ৩টি স্পেশাল ট্রেন রাত ১১টায় জয়দেবপুর স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি জয়দেবপুর থেকে ছেড়ে গিয়ে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে সর্বশেষ দিনাজপুরের পার্বতীপুর পৌঁছাবে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা থাকবে ৭১৬টি। যার মাঝে প্রথম শ্রেণির রয়েছে ২৪টি। বরাদ্দকৃত সকল টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে।

গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. হাসিবুর রহমান জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে গাজীপুর জেলায় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।

নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আজ সকাল থেকে গাজীপুরের মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক আছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানবাহনের জটলা রয়েছে। গতকাল বেশকিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সেসব যাত্রীদের অনেকেই সকাল থেকে বাড়ি ফিরছেন। আজ দুপুরের পর গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।