খাবার পানি সংকট, বালতি-কলস হাতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

বিশুদ্ধ খাবার পানির দাবিতে কলস ও বালতি হাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মূল ফটক ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

এসময় বক্তারা বলেন, আমরা প্রায় চার হাজার মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছি। পৌরসভা কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো ব্যবস্থা হয়নি। তাই আজ বালতি, মগ ও কলস হাতে নিয়ে এখানে অবস্থান নিয়েছি।

খাবার পানি সংকট, বালতি-কলস হাতে বিক্ষোভ

তারা আরও বলেন, প্রায় সব ওয়ার্ডে অল্প হলেও পানি সরবরাহ হচ্ছে। কিন্তু আমাদের মসজিদপাড়া, মিস্ত্রিপাড়ায় পানি পাচ্ছি না। রমজানে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

খোঁজ নিয়ে যানা যায়, পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় কয়েক মাস ধরে পানির সংকট দেখা দিয়েছে। এরমধ্যে বেশি সংকট দেখা দিয়েছে পৌর এলাকার মসজিদপাড়া, মিস্ত্রিপাড়া, ভেলুর মোড়, আরামবাগ ও পাইকড়তলা এলাকায়।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর-রশিদ বলেন, বিল বকেয়া পড়ে আছে এক কোটি ৪৯ লাখ টাকা। এখন আমাদের প্রতি মাসে ৭-৮ লাখ টাকা লোকসান হচ্ছে। তারপরও আমাদের চেষ্টা আছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

খাবার পানি সংকট, বালতি-কলস হাতে বিক্ষোভ

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান বলেন, সাম্প্রতিক সময়ে পানির স্তর নিচে নেমে যাওয়ায় কয়েক জায়গায় পানি সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে আমরা গুরত্বসহকারে কাজ করছি।

বক্তব্য জানতে চেয়ে মেয়র মোখলেসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

সোহান মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।