পঞ্চগড়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
পঞ্চগড়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় অভিযোগ দেয়া হয়। সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি। তবে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আর ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ধর্ষক।
পুলিশ ও কিশোরীর পারিবার সূত্রে জানা যায়, সকালে শারীরিক ও বাক-প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে রেখে তার দিনমজুর বাবা ও মা বাইরে কাজ করতে যান। এসময় একমাত্র ছোট ভাই বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এই সুযোগে প্রতিবেশি সদর উপজেলার সিংরোড নায়েকপাড়া গ্রামের কায়মল (৪৮) তার বাড়িতে ঢুকে পড়ে। এরই মধ্যে কিশোরীর মা বাড়িতে আসলে কায়মল দৌঁড়ে পালিয়ে যায়। পরে তিনি ইশারায় মেয়েকে তার পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ধর্ষণের ঘটনা বুঝতে পারেন কিশোরীর মা।
পঞ্চগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন জানান, এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিবন্ধী কিশোরীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের চেষ্টাও চলছে বলেও জানান তিনি।
সফিকুল আলম/এআরএ/পিআর