জামালপুরে কাল ঈদ উদযাপন করবেন ১৫ গ্রামের মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ১৫ গ্রামের মানুষ।

বুধবার (১০ এপ্রিল) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

আজিম উদ্দিন মাস্টার জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর এ এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্তত ১৫ গ্রামের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আমাদের ধর্মীয় বিষয়ে সব কিছুই যখন সৌদি আরবকে অনুকরণ করা হয় সেহেতু ঈদ করলে দোষের কী। মাঝে মাঝে চাঁদের হেরফেরে ৪৮ ঘণ্টা পরেও ঈদ করে বাংলাদেশের মানুষ। প্রযুক্তির এই যুগে সব খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা দোষের কিছু নয়।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।