ঈদের ছুটিতেও চলছে মোংলা বন্দরের কার্যক্রম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১০ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতেও মোংলা বন্দরের কার্যক্রম চালু থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে সেজন্য অন্যান্য বারের মতো এবারো ঈদের ছুটিতে কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ এপ্রিল) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু প্রতিবারের মতো এবারো ঈদের ছুটিতে বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম চালু থাকবে। বন্দর ব্যবহারকারীরা চাইলে ঈদের দিন সকালেও পণ্য ডেলিভারি নিতে পারবেন।

ঈদের ছুটিতেও চলছে মোংলা বন্দরের কার্যক্রম

এছাড়া জাহাজে পণ্য ওঠানো-নামানোও চলবে। এজন্য বেসরকারি ডিপোসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডার প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম চালু রাখার অনুরোধ জানানো হয়েছে।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, ঈদ উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন হলেও মোংলা বন্দরে ৪৮ ঘণ্টা ছুটি পালিত হবে। তবে এই ৪৮ ঘণ্টার মধ্যেও ঈদের দিন ও ঈদের পরদিন তাদের বন্দর ব্যবহারকারীরা কাজ করাতে পারবেন। এক্ষেত্রে শ্রমিকদের ডাবল হাজিরা দিতে হবে বলেও জানান তিনি।

আবু হোসাইন সুমন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।