স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১২ এপ্রিল ২০২৪

নীলফামারীর সদরে পরকীয়ার জেরে লেবু মিয়া (২২) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ১১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। এর আগে বুধবার নীলফামারী বাজারের শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লেবু মিয়া ওই গ্রামের শাহাবুদ্দিন আলীর ছেলে।

গ্রেফতাররা হলেন, নিহতের স্ত্রী খোকশাবাড়ী এলাকার মিন্টু মিয়ার মেয়ে সাথী আক্তার (২০) ও নিহতের শাশুড়ি ওই গ্রামের ছাবিনা বেগম (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত লেবু মিয়া নোয়াখালীতে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন। পরে তার স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। নীলফামারী শহরে ঈদের কেনাকাটা করে বাড়িতে এসে রাতে স্ত্রীসহ তার শয়নকক্ষে ঘুমাতে যান। পরদিন লেবু মিয়ার বাবাকে কল করে তার অসুস্থার কথা জানান শাশুড়ি। পরে তিনি বাড়িতে এসে দেখেন তার ছেলে বিছানায় শুয়ে আছে এবং গলায় কালো দাগ ৷ তখন তিনি বাইরে এসে চিৎকার করে কান্নাকাটি করলে প্রতিবেশীরা এসে দেখেন লেবু মিয়া মারা গেছেন। পরে লেবু মিয়ার বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেন।

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে অন্য মেয়ের প্রেমের সম্পর্ক থাকায় তার স্ত্রীর সঙ্গে প্রায় সময় মোবাইলে ঝগড়া হতো। এরই জেরে ঠান্ডা মাথায় সাথী তার স্বামীকে হত্যা করেছেন।

তিনি আরও বলেন, তদন্তকারী কর্মকর্তাকে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লেবু মিয়ার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।