সাঁকো দিয়ে ভাঙা সেতু পারাপার, ৪০ হাজার মানুষের ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে সেতু ভেঙে আশপাশের আট গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। গত দেড় বছর ধরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের ফুলছড়ি খালের ওপর নির্মিত ভেঙে পড়ে রয়েছে। পরে স্থানীয়রা সাঁকো দিয়ে ভাঙা সেতু পারাপার হচ্ছেন।

স্থানীয়রা জানান, ২০১৫-১৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার কাশীনাথপুর বাজারের কাছে ফুলছড়ি খালের ওপর ৩২ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ সেতুটির নির্মাণ করা হয়। গত ২০২২ সালের বর্ষার শুরুতেই পানির চাপে সেতুটির পশ্চিম পাশের কিছু অংশ ভেঙে পড়ে । এ কাশীনাথপুর বাজারের ২০০ গজের মধ্যেই রয়েছে কায়েমপুর ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন ভূমি কার্যালয়, পাঁচটি বিদ্যালয়, দুটি মাদরাসা ও একটি এতিমখানা।

চকহরিপুর গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা বাধ্য হয়ে ভাঙা সেতুতে ওঠানামা করার জন্য একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছি। এ সাঁকো থাকায় ওই ভাঙা সেতুটি দিয়ে চলাচল করা যাচ্ছে। তবে একটু বৃষ্টি হলেই সেতুটি পারাপার হতে কষ্ট হয়। বর্ষার আগেই সেতুটি সংস্কার না করা হলে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হবে।

সাঁকো দিয়ে ভাঙা সেতু পারাপার, ৪০ হাজার মানুষের ভোগান্তি

সড়াতৈল গ্রামের কৃষক আফসার আলী জাগো নিউজকে বলেন, ভাঙা সেতুর কারণে এলাকার ধান-চাল, উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত, অন্তঃসত্ত্বা, শিশু ও বিভিন্ন রোগীদের হাসপাতালে নিতে অনেক সমস্যা হয়।

স্থানীয় সায়েস্তাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো হয়ে ভাঙা সেতুতে উঠে। এটি খুবই ঝুঁকিপূর্ণ।

সাঁকো দিয়ে ভাঙা সেতু পারাপার, ৪০ হাজার মানুষের ভোগান্তি

কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল আলম জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ওই ভাঙা সেতু দিয়ে পারপার হতে গিয়ে মানুষের ভোগান্তি বাড়ছে। আমি উপজেলার উন্নয়ন সমন্বয় সভায় অসংখ্যবার বিষয়টি উপস্থাপন করলেও কোনো কাজ হয়নি।

এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সেতুটির বর্তমান অবস্থা তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ওই ভাঙা সেতুটি অপসারণ করা হবে। একই সঙ্গে ওই স্থানে একটি নতুন দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা করা হবে।

এম এ মালেক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।