নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:০০ এএম, ১৩ এপ্রিল ২০২৪

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে নলডাঙ্গা রেলস্টেশনের কাছে বারনই নদীর ওপর নির্মিত সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বারনই নদীর সেতু পার হচ্ছিলেন ৬০ বছর বয়সী ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

স্থানীয়রা নিহত ব্যক্তিন নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি। তার পরনে ছিল নীল লুঙ্গি, সাদা চেক শার্ট ও মুখে সাদা দাড়ি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।

রেজাউল করিম রেজা/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।