বসে জিরানোর সময় ভ্যানচালককে পিষে মারলো বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৩ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

যশোর শহরের চাঁচড়া বাজারে রাস্তার পাশে ভ্যান রেখে বসেছিলেন চালক হাসান। দিনভর ভ্যান চালিয়ে রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় সেখানে কয়েক মিনিট বসে ক্লান্তি দূর করছিলেন। কিন্তু সেসময়ই বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানসহ তাকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় হাসানের।

তাৎক্ষণিক বিক্ষুব্ধ জনতা দৌড়ে চাঁচড়া চেকপোস্টে বাসটিকে আটকে ফেলেন। তবে ঘাতক চালক পালিয়ে গেছেন। ঘটনার পরই হাসানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান চাঁচড়া বাজার মোড় এলাকার রবিউল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী সুমন ও আরিফুজ্জামান নামে দুই যুবক জানান, হাসান রাস্তার পাশে একটি ট্রাক ঘেঁষে ভ্যান রেখে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উঠে পড়ে। এতে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘাতকবাসের চালক (ঢাকা মেট্রো-ব-১৪-৫৪৪২) চাঁচড়া চেকপোস্টে পৌঁছে গাড়ি রেখে পালিয়ে গেছে। বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে রাখে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ বাসটি হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বাসচাপায় ভ্যানচালক হাসান নিহত হয়েছেন। বাসটিকে জনতা ঘিরে রাখে। পরে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।