ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:০০ এএম, ১৪ এপ্রিল ২০২৪

চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতানি বাজারের হাওলাদার বাড়ি সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশ নেয়। এতে স্থানীয় নান্নু সিকদারের ঘোড়া প্রথম হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, শত বছর ধরে চৈত্র সংক্রান্তির আগের দিন বিকেলে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মেলা বসে। এ মেলায় গ্রামীণ পরিবেশে বিভিন্ন রকমের খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।

jagonews24

মেলা দেখতে দূর-দুরান্তের শত শত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। হিন্দু-মুসলিম এক হয়ে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দে মেতে ওঠে সবাই।

মেলার আয়োজক মনি শংকর হাওলাদার বলেন, ‘বর্তমান প্রজন্মকে অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর এ ঘোড়দৌড় ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা এখানে এসে আনন্দ উপভোগ করে। প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হবে।’

আতিকুর রহমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।