দেশে ফিরেছেন ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া ৪ নারী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৪

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার চার নারী দেশে ফিরেছেন। রোববার (১৪ এপ্রিল) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন, মুন্সিগঞ্জের মাওয়া এলাকার মিম আক্তার (২০), পাবনার ফরিদপুরের কোহিনুর (২৬), নেত্রকোনার কমলাকান্দার নুরনাহার (২২) ও ঢাকা সাভারের জান্নাতুল ফেরদৌস ইতি (২১)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারীদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও গ্রহণ করেছে। পরে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন জানান, চার বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা ভারতে যান। সেখানে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে আদালত থেকে ছাড়িয়ে ভারতীয় গভার্মেন্ট সেন্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নেয়। চার বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।