সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৯ এএম, ১৭ এপ্রিল ২০২৪

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ও কুলঞ্জ ইউনিয়নে বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে।

তারা হলেন, মালেক নুর (৪৫) ও আব্দুন নুর (৪০)। মৃত মালেক নুর ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে ও আব্দুন নুর কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মধুরাপুর ও রসুলপুর গ্রামের পাশের হাওরে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ দিরাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। এতে কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে বাড়ি পাশে টাংনির হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে কৃষক আব্দুর নূর বজ্রপাতে নিহত হন। এছাড়া একই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের কৃষক মালেক নূর কালিকুটা হাওরের ধান কাটা শেষে ধান মাড়াই করার সময় বজ্রপাতে নিহত হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হাওরে কাজ করার সময় বজ্রপাতে দুজন কৃষক নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লিপসন আহমেদ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।