যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

যশোর কেন্দ্রীয় কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদেক আলীর (৭৭) মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাদেক আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহদীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, ওই আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (৩০ বছর) ছিলেন। তাকে ২০২৩ সালের ১১ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বুধবার (১৭এপ্রিল) ভোর ৩টা ২৭ মিনিটে তার শ্বাসকষ্ট দেখা দেয়। জানতে পেরে রাতেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সাদেক আলীর মৃত্যু হয়েছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মিলন রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।