সুনামগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১০:২০ এএম, ১৮ এপ্রিল ২০২৪
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় অটোরিকশা

সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সুরমা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা সংগীতশিল্পী পাগল হাসান (৩৩) ও ছাত্তার মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে ছাতকে ফিরছিলেন সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ পাঁচ যাত্রী। তারা সুরমা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বাস সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। বাকি তিনজনকে স্থানীয় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন গুরুতর আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।