এক কলাগাছে ৩০ মোচা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২০ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জের কাজীপুরে একটি কলাগাছে ৩০টি মোচা দেখা দিয়েছে। ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে ভিড় করছেন মানুষ। ঘটনাটি ঘটেছে উপজেলার গান্ধাইল ইউনিয়নের খামারপাড়া গ্রামে।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, একটি কলাগাছে এতগুলো মোচা এর আগে দেখিনি। এটা দেখে আমি নিজেই আশ্চর্য হয়েছি। বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্ন বয়সের মানুষ মোচা দেখতে ভিড় করছেন।

এক কলাগাছে ৩০ মোচা

খামারপাড়া গ্রামের সিয়াম আহমেদ জানান, গ্রামের খালের পাশের কৃষিজমির পাশে বেশ কয়েকটি কলাগাছ রয়েছে। কিন্তু এরমধ্যে একটি কলাগাছে ৩০টি মোচা, যা আগে কখনো আমরা দেখিনি। এটি দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে। অনেকে কলাগাছটির সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন।

এ প্রসঙ্গে কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফোনে বিষয়টি একজন জানিয়েছেন। আগামীকাল একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিন পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।

এম এ মালেক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।