নাফনদী সীমান্ত পরিদর্শন করলেন কোস্ট গার্ডের মহাপরিচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২১ এপ্রিল ২০২৪

কক্সবাজারের টেকনাফের নাফনদীর জলসীমা অঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

রোববার (২১ এপ্রিল) সকালে স্পিডবোটে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন জলসীমা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। সীমান্তের যেকোনো নিরাপত্তাজনিত কারণে কোস্ট গার্ডের সদস্যরা সদা সতর্ক।

এছাড়া রোহিঙ্গা কিংবা রাখাইনের যেকোনো অনুপ্রবেশ রোধে বৃদ্ধি করা হয়েছে কোস্ট গার্ডের জনবল এবং জলযান। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে নাফনদীর জলসীমায় কোনো ধরনের হুমকি নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় কর্মকর্তা ও পদস্থরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।