লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শালি-দুলাভাই নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমিনরহাট
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২১ এপ্রিল ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধায় ভাগনের মরদেহ দাফনে যাওয়ার পথে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) দুপুরে জুলেখা বেগম (৫০) মারা যান। শনিবার (২০ এপ্রিল) রাতে মারা যান আব্দুল কাইয়ুম (৭০)। তারা উভয়ই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে শনিবার সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত জুলেখা বেগম মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী। নিহত আব্দুল কাইয়ুম ও জুলেখা বেগম সম্পর্কে শ্যালিকা-দুলাভাই।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ধুবনী গ্রামের নিহত আব্দুল কাইয়ুমের ভাগনে আনোয়ার হোসেন রংপুরে মারা যান। তার মরদেহ দাফন করতে রংপুরের উদ্দেশে পরিবারের সবাই ভ্যানযোগে উপজেলা আসছিলেন। পথে দিঘিরহাটে অবস্থিত সড়কে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি চাপা দেয়। এতে ভ্যানে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

এসময় চালক পালিয়ে গেলেও ট্রাকসহ হেলপারকে স্থানীয় লোকজন আটক করেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুল কাইয়ুম (৭০) ও রোববার দুপুরে জুলেখা বেগম (৫০) মারা যান।

এ বিষয়ে সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জাগো নিউজকে বলেন, নিহতরা আমার ইউনিয়নের বাসিন্দা। তারা দুজনেই রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন শুনেছি। এ ঘটনায় হেলপার ও ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রবিউল হাসান/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।