চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৪

সারাদেশের মতোই দাবদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জ। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলাজুড়ে। পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির। ফসল নষ্ট হচ্ছে ও আমের গুটি ঝরে পড়ছে। এ অবস্থায় বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে এ নামাজ আদায় করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। এতে হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও ছাত্রসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

ইসতিসকার নামাজ পড়তে আসা আতাউর রহমান বলেন, ‘গরমে পানির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গাছ থেকে আমের গুটি ঝরে পড়ছে। গরমে মানুষ অতিষ্ঠ। তাই আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করলাম।’

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।