চুরির গরুসহ ফেলে যাওয়া ট্রাকে আগুন দিলো স্থানীয়রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৪ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচটি গরুসহ গাড়ি রেখে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। পরে উত্তেজিত গ্রামবাসী গরু উদ্ধারের পর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, চুরি করা পাঁচটি গরু ট্রাকে নিয়ে যাওয়ার সময় তাদের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করলে ট্রাক চালক গাড়িটি জামুরিয়ার গালা এলাকায় রেখে পালিয়ে যান। পরে গ্রামের লোকজন গরু নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত গাড়ির মালিকের খোঁজ পায়নি পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান জাগো নিউজকে জানান, উদ্ধার হওয়া গরুগুলো চুরি করা ছিল। চোর চক্র হয়তো কোথাও থেকে চুরি করে নেওয়ার সময় ধরা পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে।

আরিফ উর রহমান টগর/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।