কালীগঞ্জ

লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে ৩ দোকানির জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে ভেটেনারি লাইসেন্স ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে পশুখাদ্য বিক্রির অপরাধে তিন দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালীগাঁও ও বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন ঊর্মি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুরী তাসমিন ঊর্মি জানান, বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন মামলায় তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

গাজীপুর, জরিমানা, ভ্রাম্যমাণ আদালত, mobile cortকালীগঞ্জ, লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে ৩ দোকানির জরিমানা

এ সময় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের চিকিৎসক মো. আফজাল হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।