মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় দুই সবজি বিক্রেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:১৭ এএম, ২৬ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুস সালাম (৫০) ও ছানোয়ার হোসেন (৪৫)। তাদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, নিহত আব্দুস সালাম ও ছানোয়ার পেশায় সবজি বিক্রেতা। সকালে স্থানীয় জাগীর আড়ৎ থেকে সবজি কিনে ভ্যানে করে এলাকায় যাচ্ছিলেন। গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত কার্ভাডভ্যান তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক রাস্তার পাশে পড়ে গেলেও দুই সবজি বিক্রেতা নিহত হন। একজনের মরদেহ জেলা সদর হাসপাতাল এবং অপর একজনের মরদেহ গোলড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তে কাজ চলছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বি.এম খোরশেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।