দল যে সিদ্ধান্তই নিক, ভোটের মাঠে আছি: বহিষ্কৃত বিএনপি নেতা
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য ইজাদুর রহমান মিলনকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক চিঠিতে এ সিন্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন:
দল থেকে বহিষ্কার করা হলেও নির্বাচনী মাঠে থাকার কথা জানিয়েছেন ইজাদুর রহমান। তিনি বলেন, বহিষ্কারের কোনো চিঠি পাননি। তবে দল যে সিদ্ধান্তই নিক, ভোটের মাঠে আছেন। শেষ পর্যন্ত ভোটে থাকবেন।
প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ইজাদুর রহমান। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৯ সালের ১৮ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীনের কাছে পরাজিত হন।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম