মুন্সিগঞ্জে ১৫ মণ জাটকা জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৪

মুন্সিগঞ্জে নৌপুলিশ ও মৎস্য অফিসের যৌথ অভিযানে মাছের আড়ৎ থেকে ১৫ মণ জাটকা ও সাড়ে তিন মণ পাঙাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার রিকাবীবাজারের মৎস্য আড়তে বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এই অভিযান চালিয়ে মাছ জব্দ করা হয়।

এ সময় আটকরা হলেন- নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাজাহারুল ইসলাম অভিযান প্রসঙ্গে জানান, রিকাবীবাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান জাটকা ব্যবসায়ীরা।

এ সময় বিভিন্ন দোকান থেকে অবৈধ মাছ ও দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (৫ এর ১) এ মামলা প্রক্রিয়াধীন।

জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হবে বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।