আর্থিক অনিয়মের অভিযোগ

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৪

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা টাকা আর্থিক অনিয়মের অভিযোগে তিনজন কর্মকর্তাকে আটক করে পুলিশ।

তারা হলেন, উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জানবক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম ও বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবর্তীর ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী।

রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা লোপাটের সত্যতা পাওয়া যায়। এরপর পুলিশ তিনজনকে আটক করে।

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা বরখাস্ত

তিনি আরও বলেন, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। বিষয়টি খতিয়ে দেখার পর অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে সত্যতা প্রমাণিত হলে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস হতে পাঁচ সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যাংক শাখায় স্পেশাল অডিট করেন। অডিট টিম ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা টাকার গরমিল পায়। পরে উক্ত অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয়। সাঁথিয়া থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের শুক্রবার বিকেলে পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আনোয়ার হোসেন সাগর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।