বোদায় বজ্রপাতে নিহত ১


প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৯ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায় বজ্রপাতে রফিকুল ইসলাম (৪৬) নামে এক অটোবাইক চালক মারা গেছেন। এ সময় জমশের আলী (৪৫) নামে আরও ১ জন আহত হন। সোমবার গভীর রাতে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। এদের বাড়ি বোদা উপজেলার সাকোয়া এলাকায়।

পুলিশ জানায়, গভীর রাতে হালকা বৃষ্টির সময় রফিকুল ইসলাম বাড়িতেই ছিলেন এবং জমশের আলী পাশের একটি ভুট্টাক্ষেতে পাহারায় ছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। আহত জমশের আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাকোয়া ইউপি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।