কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে বাদল মিয়া (২৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

বাদল মিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তি নট্টবাড়ী করলা গ্রামের জাহিদুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে অবৈধভাবে প্রবেশ করে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিলেন বাদল মিয়া। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বাজার থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করে বালারহাট ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২টার দিকে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জাগো নিউজকে বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের অপরাধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফজলুল করিম ফারাজী/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।