সীমান্তে গরু ব্যবসায়ীকে নিয়ে গেছে বিএসএফ
পঞ্চগড়ের সোনাপাতিলা সীমান্তে মো. আক্তার নামে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ নিয়ে মঙ্গলবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
গরু ব্যবসায়ী আক্তার সদর উপজেলার গরীনাবাড়ি ইউনিয়নের ভারিয়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে গরু ব্যবসায়ী আক্তারসহ আরও ৩ জন অজ্ঞাত কারণে ওই সীমান্তের কাছে যায়। এসময় ভারতের আটটাকিয়া বিএসএফ ফাঁড়ির টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আক্তারকে ধরে নিয়ে যায় বিএসএফ।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম মো. সালাহ উদ্দীন বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আক্তার নামে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। পরে তাকে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে বিএসএফ জানায়।
সফিকুল আলম/ এমএএস/এবিএস