যশোর

নোটিশ ছাড়াই সরকারি দুই ব্যাংকে দুদিনের ছুটি, ভোগান্তিতে গ্রাহক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৫ মে ২০২৪

কোনো পূর্ব নোটিশ ছাড়াই যশোরের ঝিকরগাছায় সরকারি দুটি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েন ব্যাংক দুটির গ্রাহকরা। ব্যাংক দুটি হলো সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে সব কর্মকর্তা প্রশিক্ষণে আছেন। এজন্য ব্যাংক দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। শুক্র ও শনিবার দুদিন সরকারি ছুটির পরে রবি ও সোমবার ব্যাংক বন্ধ থাকায় টানা চারদিন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা।

রোববার সকালে ব্যাংক দুটিতে গিয়ে দেখা যায়, ব্যাংকের প্রধান ফটক বন্ধ রয়েছে। তবে একটি নোটিশ টাঙানো হয়েছে। অগ্রণী ব্যাংকের সামনে নোটিশে লেখা রয়েছে, ‘আসন্ন উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমে অত্র শাখার কর্মকর্তাদের অংশগ্রহণজনিত কারণে আগামী ০৫/০৫/২০২৪ ও ০৬/০৫/২০২৪ ইং তারিখ রোজ রোববার ও সোমবার অত্র শাখা বন্ধ থাকবে’। সোনালী ব্যাংকের সামনেও এমন নোটিশ টাঙানো হয়েছে। এ অবস্থায় ব্যাংকে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

৮০ বছর বয়সী মণিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার এসেছিলেন টাকা তুলতে। তিনি বলেন, ‘আমার ধানক্ষেতে শ্রমিকরা কাজ করছে। তাদের টাকা দেওয়ার জন্য ব্যাংকে এসেছি। এতদূর থেকে এসে দেখি ব্যাংক দুদিনের জন্য বন্ধ।’

প্রায় ৪০ কিলোমটার দূরের মণিরামপুর উপজেলার কুলটিয়া গ্রাম থেকে টাকা তুলতে এসেছিলেন অমৃত লাল পাড়ে। তিনি বলেন, ‘ব্যাংক আমাদের সঙ্গে অন্যায় করেছে। এতদূর থেকে এসে দেখি ব্যাংক বন্ধ। আমার এখন টাকারও খুব প্রয়োজন। কী করবো বুঝতে পারছি না।’

ঝিকরগাছা হাসপাতাল রোডের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শেখ আনোয়ার হোসেন বলেন, ‘টাকা তুলতে এসে দেখি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে দুদিনের জন্য ব্যাংক বন্ধ। ব্যাংক আগেভাগে আমাদের কিছু জানায়নি।’

সরসকাটি গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘কারো কোনো জবাবদিহিতা নেই। ব্যাংকের কর্মচারীরা ভোটের ট্রেনিংয়ে গেছে। তাই দুদিনের জন্য ব্যাংক বন্ধ ঘোষণা করেছে।’

এ বিষয়ে ঝিকরগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার মহসিন আলী বলেন, ‘নির্বাচনের প্রশিক্ষণে ব্যাংকের সব অফিসারকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনওর সঙ্গে কথা বলে স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে।’

অগ্রণী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের ডিউটির কারণে দুদিন ব্যাংক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে ডিউটি শেষে বিকেল ৪টা থেকে একঘণ্টা ব্যাংকিং কার্যক্রম চলবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, ‘নির্বাচনের ডিউটির প্রশিক্ষণের জন্য আমরা আগেই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছিলেন, ব্যাংকে দুজন কর্মকর্তা থাকলে তারা ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে পারবেন। সে হিসেবে দুজনকে ৯ ও ১০ মে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ব্যাংক দুটি কেন দুদিন বন্ধ ঘোষণা করলো সেটা আমি বলতে পারবো না।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘নির্বাচনের ডিউটি থাকলেও স্বল্প পরিসরে ব্যাংক খোলা থাকার কথা। সোনালী ব্যাংক অলরেডি চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংকের কথা জানা ছিল না। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।